×
বিবরণী:  
মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও বীরত্বের ইতিহাস স্মরণ করে [কলেজের নাম]-এ ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত হচ্ছে এক গর্বিত ও বর্ণাঢ্য অনুষ্ঠান।

এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব আমাদের বীর মুক্তিযোদ্ধাদের এবং অনুপ্রাণিত করব নতুন প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসায়।

অনুষ্ঠানের সময়সূচি:  
⏰ সকাল ৮:০০ — জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন  
⏰ সকাল ৮:৩০ — স্বাধীনতা র‍্যালি  
⏰ সকাল ৯:৩০ — আলোচনা সভা (মুক্তিযুদ্ধের ইতিহাস ও গুরুত্ব)  
⏰ সকাল ১১:০০ — দেশপ্রেমমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান  
⏰ দুপুর ১২:৩০ — রিফ্রেশমেন্ট ও সমাপ্তি

বিশেষ নির্দেশনা:  
- সকলকে নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে।  
- সাদা-পান্জাবি/শাড়ি ও জাতীয় পতাকার ব্যাজ পরিধান উৎসাহিত করা হচ্ছে।  
- অনুষ্ঠান চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কাম্য।

Event Venue

Name

কলেজ ক্যাম্পাস

Locaiton

মিয়া বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা

+8801834270760
Reserve Your Seat

Available Tickets 1000

Event Info

  • Date

    26 Mar 2026
  • Time

    8:00AM - 3:00PM
  • Cost

    ৳50
  • Category

    Celebration

Event Organizer

  • Name

    MBC
  • Email

    mbdc105519@gmail.com
  • Phone

    +8801834270760
  • Website

    https://meahbazarcollege.edu.bd/events