বিবরণী:
শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে [কলেজের নাম]-এ আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।
এই ঐতিহাসিক দিন উপলক্ষে আয়োজন করা হয়েছে নীরবতা পালন, প্রভাতফেরি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের সময়সূচি:
⏰ ভোর ৬:৩০ — প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ
⏰ সকাল ৮:০০ — এক মিনিট নীরবতা ও জাতীয় সংগীত
⏰ সকাল ৯:০০ — ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা
⏰ সকাল ১০:৩০ — ভাষা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান (কবিতা, গান, আবৃত্তি)
⏰ দুপুর ১২:০০ — সমাপ্তি
বিশেষ নির্দেশনা:
- সকল শিক্ষার্থী ও শিক্ষককে প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য সকাল ৬:১৫-এর মধ্যে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।
- সাদা ও কালো পোশাকে আসা বাধ্যতামূলক।
- শৃঙ্খলা ও মর্যাদা বজায় রেখে অনুষ্ঠান উপভোগের অনুরোধ জানানো হচ্ছে।
Event Venue
Name
কলেজ ক্যাম্পাসLocaiton
মিয়া বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা
+8801834270760
Reserve Your Seat
Available Tickets 1500