বিবরণী:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই গৌরবময় দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে [কলেজের নাম]-এর পক্ষ থেকে আয়োজিত হচ্ছে এক বিশেষ অনুষ্ঠানমালা। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই এই দিনে অংশগ্রহণ করে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য।
অনুষ্ঠানের সময়সূচি:
⏰ সকাল ৮:০০ — জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন
⏰ সকাল ৮:৩০ — বিজয় র্যালি
⏰ সকাল ১০:০০ — শহীদদের স্মরণে আলোচনা সভা
⏰ সকাল ১১:৩০ — শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান
⏰ দুপুর ১:০০ — অনুষ্ঠান সমাপ্তি ও রিফ্রেশমেন্ট
বিশেষ নির্দেশনা:
- সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নির্ধারিত পোশাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
- উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার অনুরোধ জানানো যাচ্ছে।
Event Venue
Name
কলেজ ক্যাম্পাসLocaiton
মিয়া বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা
+8801834270760
Reserve Your Seat
Available Tickets 1500